ফেনীতে বিএনপির কাউন্সিলর প্রার্থীকে ‘হত্যা চেষ্টার’ অভিযোগ

স্টার অনলাইন গ্রাফিক্স

ফেনীর দাগনভূঁঞা পৌরসভা নির্বাচনে বিএনপির কাউন্সিলর প্রার্থী মো. আলাউদ্দিনের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

গতকাল রাত ৮টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আলাইয়ারপুর খেজুর গাছতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আলাউদ্দিনের অভিযোগ, দুর্বৃত্তরা তাকে মারধর করে পরিধেয় জামাকাপড় ছিঁড়ে ফেলে এবং তাকে রাস্তার পাশে ডোবায় ফেলে হত্যার চেষ্টা করে। রাতেই তিনি দাগনভূঁঞা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, আসন্ন দাগনভূঁঞা পৌরসভা নির্বাচনে আলাউদ্দিন ১ নম্বর (আলাইয়ারপুর) ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী। সোমবার সন্ধ্যায় তিনি মোটরসাইকেলে করে গণসংযোগে বের হয়েছিলেন। রাত ৮টার দিকে আলাইয়াপুর গ্রামের খেজুর গাছতলায় পৌঁছালে চারটি মোটরসাইকেলে করে ৮-১০ জন দুর্বৃত্ত আলাউদ্দিনের গতিরোধ করে। তারা তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করে, জামাকাপড় ছিঁড়ে ফেলে এবং এক পর্যায়ে তাকে রাস্তার পাশে ডোবায় ফেলে হত্যার চেষ্টা করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে হামলাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি নিজেই দাগনভূঁঞা থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন।

আলাউদ্দিন জানান, তার নির্বাচনী প্রতীক ডালিম। তিনি ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মদ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে।

উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি দাগনভূঁঞা পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

5h ago