শীর্ষ খবর

বঙ্গবন্ধুর ১ হাজার ২২০টি ভাস্কর্য-ম্যুরাল রক্ষায় ব্যবস্থা নেওয়া হয়েছে: পুলিশ সদর দপ্তর

পুলিশ সদর দপ্তর আজ মঙ্গলবার হাইকোর্টে জমা দেওয়া একটি প্রতিবেদনে জানিয়েছে, সারাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
মেহেরপুরের মুজিবনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। ছবি: প্রথম আলোর সৌজন্যে

পুলিশ সদর দপ্তর আজ মঙ্গলবার হাইকোর্টে জমা দেওয়া একটি প্রতিবেদনে জানিয়েছে, সারাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার দ্য ডেইলি স্টারকে প্রতিবেদনটির বরাত দিয়ে জানান, দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোট এক হাজার ২২০টি ভাস্কর্য ও ম্যুরাল আছে এবং সেখানে আইন প্রয়োগকারী সংস্থা চব্বিশ ঘণ্টা মোতায়েন আছে।

পুলিশ সদর দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আজ মঙ্গলবার বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নুরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদন জমা দেয়। এর আগে, গত বছর ৭ ডিসেম্বর হাইকোর্ট এ প্রতিবেদন চেয়ে একটি আদেশ জারি করেছিলেন।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরালের সঙ্গে সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ বিষয়ে পরবর্তী আদেশ দিতে হাইকোর্ট বেঞ্চ আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করেছেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৭ ডিসেম্বর হাইকোর্ট বঙ্গবন্ধুর সব ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

Comments

The Daily Star  | English

World must act before climate displacements become humanitarian crisis: PM

Prime Minister Sheikh Hasina today called for international support for the worst-affected countries by climate displacements to prevent situation from turning into a humanitarian crisis

11m ago