ভারতের ১৩ শহরে যাচ্ছে সেরামের উৎপাদিত ভ্যাকসিন

ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত করোনা ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ এর প্রথম চালান নয়াদিল্লিসহ ১৩ শহরে পাঠানো হয়েছে। দেশজুড়ে টিকাদান শুরুর চার দিন আগে আজ মঙ্গলবার ভোরে পুনে থেকে ৫৬ লাখ ৫০ হাজার ডোজ ভ্যাকসিন উড়োজাহাজে করে পাঠানো হয়।
পুনে শহরে সেরাম ইনস্টিটিউট থেকে টিকা বহনকারী শীতাতপ নিয়ন্ত্রিত ট্রাকগুলো বের হওয়ার আগে পূজা করা হয়। ছবি: এনডিটিভির সৌজন্যে

ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত করোনা ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ এর প্রথম চালান নয়াদিল্লিসহ ১৩ শহরে পাঠানো হয়েছে। দেশজুড়ে টিকাদান শুরুর চার দিন আগে আজ মঙ্গলবার ভোরে পুনে থেকে ৫৬ লাখ ৫০ হাজার ডোজ ভ্যাকসিন উড়োজাহাজে করে পাঠানো হয়।

সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এনডিটিভি জানায়, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত ট্রাক সেরাম ইনস্টিটিউটের গেট থেকে ভোর ৫টার দিকে বের হয়েছে। ট্রাকগুলোতে ৪৭৮টি ভ্যাকসিনের বাক্স ছিল এবং প্রতিটি বাক্সের ওজন ৩২ কেজি।

পুনে বিমানবন্দর কর্তৃপক্ষ টুইট করে জানায়, ‘প্রস্তুত! ভারতের পাশে দাঁড়াও! রোগ নির্মূলে এখনই সারা দেশে বিতরণের জন্য ভ্যাকসিন উড়োজাহাজে তোলা হচ্ছে।’

স্পাইসজেট ও গোএয়ারের দুটি ফ্লাইটে প্রথমে নয়াদিল্লি ও চেন্নাইয়ের উদ্দেশে পাঠানো হয় ভ্যাকসিন।

বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি টুইট করে জানান, ‘পুনে থেকে আজ নয়টি ফ্লাইটে দিল্লি, চেন্নাই, কলকাতা, গোহাটি, শিলং, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, বিজয়ওয়াদা, ভুবনেশ্বর, পাটনা, বেঙ্গালুরু, লক্ষ্ণৌ ও চণ্ডীগড়ে ৫৬ লাখ ৫০ হাজার ডোজ ভ্যাকসিন যাবে।’

পিটিআই একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হায়দ্রাবাদ, বিজয়ওয়াদা, কলকাতা ও গোহাটিতে দুটি কার্গো ফ্লাইটে ভ্যাকসিন পাঠানো হচ্ছে। আর, সড়ক পথে ভ্যাকসিন পাঠানো হচ্ছে মুম্বাইতে।

আগামী ১৬ জানুয়ারি থেকে ভারতে টিকাদান শুরু হবে। ভারত সরকার জানিয়েছে, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সিভিল ডিফেন্স ও পরিচ্ছন্নতা কর্মীসহ ৩০ কোটি লোককে প্রথম পর্যায়ে টিকা দেওয়া হবে।

Comments

The Daily Star  | English
Tofazzal beaten to death at DU

Man beaten to death in DU hall

He was suspected to have stolen students' mobile phones

2h ago