সাকিব ফেরায় বেশি খুশি সাইফউদ্দিন
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগে অনুশীলনে বাঁ পায়ের গোড়ালির চোটে পড়েছিলেন অলরাউন্ডার সাইফউদ্দিন। পরে ব্যাটসম্যান হিসেবে ফিরলেও বল হাতে নেওয়া হয়নি। তবে উইন্ডিজ সিরিজকে সামনে রেখে অনুশীলন ক্যাম্পে পূর্ণোদ্দমে বোলিং করছেন তিনি। তাতে বেজায় খুশি এ তরুণ। কিন্তু তিনি তারচেয়েও বেশি খুশি হয়েছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান নিষেধাজ্ঞা থেকে ফিরে আসায়!
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত বছরটা স্বাভাবিক যায়নি। অনেক সিরিজই স্থগিত হয়েছে। তাতে এমনিতেই হতাশ ক্রিকেটাররা। তার উপর দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার শুরুতে মাঠের বাইরে থাকলে নিঃসন্দেহে হতাশা আরও বাড়ত তাদের। সাইফউদ্দিনের খুশি তাই একটু বেশিই। সময় মতো ফিরতে পেরেছেন। কিন্তু নিজের ফেরার চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছেন সাকিবের ফেরায়।
'(আন্তর্জাতিক ক্রিকেটে) অনেক খুশির বিষয়, প্রকাশ করার মত না। ঘর বন্দী ছিলাম, এর মধ্যে ঘরোয়া খেললাম। আসলে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা সবসময় গর্বের বিষয়। আর সবচেয়ে বড় কথা আমাদের মাঝে এক বছর পর সাকিব ভাই ফিরে এসেছে। এ কারণে ভালো লাগাটা অন্যরকম। আর যেহেতু ঘরের মাঠে আমাদের হোম সিরিজ তাই বাড়তি উদ্দীপনা যোগাচ্ছে আমাদের।' -বলেছেন সাইফউদ্দিন।
তবে উইন্ডিজ সিরিজের আগে ফিরতে পারবেন কি-না এ নিয়ে বেশ দুশ্চিন্তাতেই ছিলেন সাইফ, 'খুব চিন্তিত ছিলাম সিরিজের আগে রিকভারি করে উঠতে পারবো কিনা। বায়েজিদ ভাই অনেক সাহায্য করেছে আমাদের ট্রেনার, শাওন ভাই ছিল ফিজিও, উনিও অনেক সাহায্য করেছে। উনাদের নির্দেশনা মতে শেষ কয়দিন সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, সবমিলিয়ে ভালো।'
গোড়ালির চোট সেরে ওঠার পর আগের দিন সোমবার প্রথমবারের মতো নেটে বোলিং করেন সাইফ উদ্দিন। শুরুতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে একা একাই করেছেন। পরে নেটে যোগ দিয়েছেন সতীর্থদের সঙ্গে। আজও করলেন স্বাভাবিক ছন্দেই, 'নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। বাকিটা আল্লাহর হাতে। সবমিলিয়ে সেশনগুলো খুব উপভোগ করছি। সামনে আরও সুযোগ পাবো অনুশীলনের, এমনকি আমাদের অনুশীলন ম্যাচও আছে। তো আমরা প্রস্তুতি নিচ্ছি অনুশীলন সেশনগুলো থেকে।'
করোনার কারণে ক্রিকেট স্থগিত থেকে ফেরার পর দুইটা টুর্নামেন্ট খেলেছেন ক্রিকেটাররা। বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দুটি আসরেই দারুণ বোলিং করেছেন পেসাররা। তাই সেরা একাদশে জায়গা পেতে নিজেদের মধ্যেও প্রতিযোগিতা উপভোগ করছেন সাইফ, 'আলহামদুলিল্লাহ শেষ তিনদিন উচ্চ তীব্রতা নিয়ে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সবই করলাম। আর শেষ দুইটা টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আমাদের পেসাররা অনেক ভালো করেছে। এ কারণে এ জায়গায় আমাদের মধ্যে বেশ প্রতিদ্বন্দ্বিতা হবে দলে সুযোগ পাওয়া বা সেরা একাদশে সুযোগ পাওয়ার জন্য।'
Comments