ভারতের চেয়ে ৪৭ শতাংশ বেশি দামে ভ্যাকসিন কিনবে বাংলাদেশ: রয়টার্স
বাংলাদেশ ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের প্রতি ডোজ চার ডলারে কিনবে। এতে ভারতের তুলনায় অন্তত ৪৭ শতাংশ বেশি খরচ হবে বাংলাদেশের।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বিশ্বের অষ্টম জনবহুল দেশ বাংলাদেশ গত বছর নভেম্বরে সেরামের কাছ থেকে তিন কোটি ডোজ ভ্যাকসিন কেনার প্রাথমিক চুক্তি করেছে। বাংলাদেশ সরকারের একটি সূত্র জানায়, প্রতি ডোজ ভ্যাকসিনের জন্য শেষ পর্যন্ত গড়ে তিন ডলার লাগতে পারে। তবে এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেনি ওই সূত্রটি।
আরেকটি সূত্রের বরাতে জানানো হয়, ভারত সরকারের কাছে প্রথম এক কোটি ১০ লাখ ডোজ ভ্যাকসিনের প্রতি ডোজ ২০০ রুপি বা দুই দশমিক ৭২ ডলারে বিক্রির প্রাথমিক চুক্তি করেছে সেরাম।
ভারতে ভ্যাকসিনের প্রচুর চাহিদা থাকায় ভারতের জন্য দাম কম বলেও প্রতিবেদনে জানানো হয়। তবে, এ বিষয়ে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের সঙ্গে যোগাযোগ করেও তাদের মন্তব্য জানতে পারেনি রয়টার্স।
সোমবার বাংলাদেশের এক সরকারি কর্মকর্তা সাংবাদিকদের বলেন, সেরামের কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ব্যাচ ২৫ জানুয়ারির মধ্যে দেশে আসবে। আগামী মাসের প্রথম দিকে টিকা কার্যক্রম শুরু হতে পারে।
আরও পড়ুন:
Comments