উগান্ডায় প্রেসিডেন্ট নির্বাচনের দুদিন আগে বন্ধ ফেসবুক, হোয়াটসঅ্যাপ
আফ্রিকার দেশ উগান্ডায় প্রেসিডেন্ট নির্বাচনের দুদিন আগে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ। আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
আগামী বৃহস্পতিবারের নির্বাচনের আগে প্রচারণার জন্য ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ঢুকতে পারছেন না বলে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। দীর্ঘকাল ধরে পূর্ব আফ্রিকার দেশটির নেতৃত্বদানকারী ইওভেরি মুসাভেনি ও জনপ্রিয় গায়ক ববি ওয়াইন নির্বাচনের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী।
ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানলোকে পাঠানো একটি চিঠিতে উগান্ডার যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ও মেসেজিং অ্যাপ্লিকেশন ব্লক করার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
দেশটির টেলিকম সূত্র জানায়, কিছু সরকার সমর্থক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ায়, সামাজিক যোগাযোগমাধ্যমটির ওপর নিষেধাজ্ঞা এসেছে। টেলিকম সংস্থাগুলোর নির্বাহীদের সরকার বিষয়টি স্পষ্ট করেছে।
এ বিষয়ে উগান্ডার যোগাযোগ কমিশনের মুখপাত্র বা কোনো সরকারি মুখপাত্র রয়টার্সের কাছে মন্তব্য করতে রাজি হয়নি। তথ্যমন্ত্রীর এক সহযোগী জানিয়েছেন, তিনি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারছেন না।
ফেসবুক গত সোমবার জানায়, এ সপ্তাহে উগান্ডায় নির্বাচনের আগে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে নেটওয়ার্ক ধীর করে দেওয়া হয়েছে।
ব্যবহারকারীরা ফেসবুকে ঢুকতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন উল্লেখ করলেও ফেসবুকের এক মুখপাত্র জানান, এ বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে কোনো মন্তব্য নেই।
Comments