পটুয়াখালীতে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।’
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গতকাল রাতে উপজেলার টুঙ্গিবাড়িয়া গ্রামের জহির প্যাদার ছেলে রাজিব (১৭) ও একই গ্রামের রিপন হাওলাদারের মেয়ে রাবেয়াকে (১৫) অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। তারা দুজনই কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। গ্রামের একই জায়গায় তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপর গ্রামবাসী তাদের হাসপাতালে নিয়ে আসেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাকুরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, বিষপানে তাদের মৃত্যু হয়েছে।’
মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘এ ঘটনায় কলাপাড়া থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
Comments