শ্যামলীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর শ্যামলী এলাকায় ট্রাকের ধাক্কায় ইজদাদুল হক ইজাজ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকালে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইজাজের বাড়ি কুমিল্লা জেলায়। তার বাবার নাম আনিসুল হক। জানে আলম বলেন, ‘গত রাত সোয়া ১১টার দিকে শ্যামলী ফুটওভার ব্রিজের সামনে একটি দ্রুতগামী ট্রাক দুটি রিকশা, একটি সিএনজিচালিত অটোরিকশা এবং একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ইজাজ গুরুতর আহত হন। প্রথমে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইজাজকে মৃত ঘোষণা করেন।’
জানে আলম মুন্সী আরও বলেন, ‘দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেলেও তার সহযোগীকে (হেলপার) আটক করা হয়েছে।’
Comments