জামিন পেলেন বাউল শিল্পী রিতা দেওয়ান

Rita_Dewan_13Jan21.jpg
বাউল শিল্পী রিতা দেওয়ান | ছবি: সংগৃহীত

পালা গানের আসরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ এনে দায়ের হওয়া মামলায় আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত অন্তরবর্তীকালীন জামিন পেয়েছেন বাউল শিল্পী রিতা দেওয়ান। আজ বুধবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন তার জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

তার আইনজীবী ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রিতা দেওয়ান একজন প্রতিষ্ঠিত বাউল শিল্পী। তিনি বিভিন্ন বাউল অঙ্গের গান পরিবেশন করেন। তার একটি অনুষ্ঠানের খণ্ডিত বক্তব্য উপস্থাপন করে তার বিরুদ্ধে আইসিটি আইনের ২৮ ধারায় মামলা হয়। সাত মিনিটের একটি ভিডিও উপস্থাপন করা হয়। ২৮ ধারার মূল বক্তব্য হলো— তাকে ভিডিওটি ওয়েবসাইট বা ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশ বা প্রচার করতে হবে। তিনি সে রকম কোনো কাজ করেননি। তা ছাড়া, সাড়ে চার ঘণ্টার গানের অনুষ্ঠান ছিল; মানুষ এবং সৃষ্টিকর্তার যে সম্পর্ক তা নিয়ে পালা গানের খণ্ডিত অংশ বিকৃতভাবে উপস্থাপন করে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়। এই বক্তব্যগুলো আমরা উপস্থাপন করেছি, আদালত সন্তুষ্ট হয়ে তাকে জামিন দিয়েছেন।’

জ্যোতির্ময় বড়ুয়া আরও বলেন, ‘ট্রাইব্যুনালে সরাসরি মামলাটি দায়ের করা হয়েছিল। আদালত তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। পিবিআই অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে তদন্ত প্রতিবেদন দেয়। রিতা দেওয়ায় দীর্ঘ দিন অসুস্থ ছিলেন, আজ আত্মসমর্পনপূর্বক তিনি জামিন আবেদন করেন।’

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ এনে গত বছরের ২ ফেব্রুয়ারি ইমরুল হাসান নামে এক আইনজীবী বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮ (১) ধারায় মামলাটি দায়ের করেছিলেন। ২ ডিসেম্বর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা দেন।

Comments

The Daily Star  | English

External balance swings to surplus after 3yrs

The country’s balance of payments returned to a surplus in the fiscal year (FY) 2024-25, ending a three-year spell of deficits.

11h ago