ট্রাম্পের ইউটিউব চ্যানেলও স্থগিত
ফেসবুক, টুইটারের পর এবার গুগলের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবও ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করেছে।
আজ বুধবার বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন মতে, টুইটারে এক ঘোষণায় ইউটিউব জানিয়েছে— ‘নতুন করে সহিংসতার শঙ্কা থাকায়’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের চ্যানেল অন্তত এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হচ্ছে।
প্রয়োজনে সময় বাড়ানোও কথাও ঘোষণায় উল্লেখ করা রয়েছে।
ট্রাম্পের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ২৮ লাখ।
ইউটিউবের ঘোষণায় আরও বলা হয়েছে, গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা ভিডিও প্ল্যাটফর্মটির নীতিমালা ভঙ্গ করেছে।
ট্রাম্পের চ্যানেল সহিংসতা সংক্রান্ত ইউটিউবের নীতিমালা ভঙ্গ করেছে বলে এতে উল্লেখ করা হয়েছে।
ইউটিউব জানিয়েছে, অন্তত সাত দিন ট্রাম্প তার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। পাশাপাশি তার তোলা ভিডিওতে মন্তব্য করার সুযোগও জন্য বন্ধ থাকবে।
ট্রাম্প নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে ইউটিউবে কয়েকটি ভিডিও পোস্ট করেছিলেন।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে ট্রাম্পের কট্টর সমর্থকদের নজিরবিহীন হামলার পর ‘সহিংসতা উস্কে দেওয়ায়’ ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয় টুইটার।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০ জানুয়ারি জো বাইডেনের কাছে ক্ষমতা স্থানান্তরের আগ পর্যন্ত ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ রাখা হতে পারে বলে জানিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম।
অপর মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাটেও ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ রাখা হয়েছে।
এছাড়াও শপিফাই, পিন্টারেস্ট, টিকটক ও রেডডিটেও মার্কিন নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে এমন কন্টেন্ট আটকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে অনেকেই ট্রাম্পের ইউটিউব অ্যাকাউন্টও বন্ধের দাবি জানিয়ে আসছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ না করলে ইউটিউবের বিরুদ্ধে বিজ্ঞাপন বর্জনের হুমকি দেয় যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার সংগঠনের একাংশ। এর কয়েক ঘণ্টা পরেই ইউটিউব এ ঘোষণা দেয়।
Comments