ধামরাইয়ে ধর্ষণের অভিযোগে ‘কবিরাজ’ গ্রেপ্তার
ঢাকার ধামরাইয়ে এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগে কথিত একজন কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার সাড়ে ১২টায় ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃত কবিরাজ সালাম খোলজার (৪৫) চৌহাট ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার মৃত ওয়ারেজ মিয়ার ছেলে।’
ভুক্তভোগীর বরাত দিয়ে ওসি বলেন, ‘গতকাল বিকাল ৪টার দিকে ওই নারীকে নিজ বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন কবিরাজ সালাম। বিষয়টি কাউকে জানালে হত্যা করে মরদেহ গুম করা হবে এমন হুমকি দিয়ে ওই নারীকে তাড়িয়ে দেন তিনি। পরে নারী রাতে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন।’
রাতেই সালামকে গ্রেপ্তার করা হয়। আজ সাতদিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
তিনি আরও জানান, ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
Comments