কেন্দ্র ব্যর্থ হলেও, দিল্লির মানুষ বিনামূল্যে ভ্যাকসিন পাবেন: কেজরিওয়াল
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ বুধবার বলেছেন, কেন্দ্র বিনামূল্যে ভ্যাকসিন দিতে ব্যর্থ হলেও আম আদমি পার্টি সরকার দিল্লির মানুষকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন প্রদান করবে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-এর সংবাদ অনুসারে, অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দেশে বিনামূল্যে ভ্যাকসিন নিশ্চিত করতে তিনি ইতোমধ্যে কেন্দ্রের কাছে আবেদন করেছেন। কারণ, এমন অনেক মানুষ আছেন যাদের এই ভ্যাকসিন সংগ্রহের সামর্থ্য নেই।
অরবিন্দ কেজরিওয়ালকে উদ্ধৃত করে পিটিআই জানায়, আমরা দেখব কেন্দ্র কী করে। যদি প্রয়োজন হয় এবং কেন্দ্র বিনামূল্যে টিকা প্রদান না করে, তাহলে আমরা দিল্লির জনগণের জন্য তা বিনামূল্যে সরবরাহ করব।
ভ্যাকসিন নিয়ে গুজব ছড়ানো বন্ধ করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমি বুঝতে পেরেছি কেন্দ্র এবং আমাদের বিজ্ঞানীরা সব প্রোটোকল ও নিরাপত্তা অনুসরণ করে ভ্যাকসিন নিয়ে এসেছে। সুতরাং, এটি নিয়ে কোনো সন্দেহ থাকা উচিৎ নয় এবং ভ্যাকসিন নিতে মানুষের এগিয়ে আসা উচিৎ।’
তিনি জানান, শুরুতে স্বাস্থ্যসেবা এবং ফ্রন্টলাইন কর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে। আগামী শনিবার থেকে দিল্লির ৮৯টি কেন্দ্রে ভ্যাকসিনের কার্যক্রম শুরু হবে।
Comments