ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় করিমনের ৬ যাত্রী নিহত
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মদনডাঙ্গায় ট্রাকের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত করিমনের ৬ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরও পাঁচ জন গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. শামিমুল ইসলাম।
তিনি জানান, আহত পাঁচজনকে উদ্ধার করে জেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
জানা গেছে, পার্শ্ববর্তী একটি এলাকায় ছাদ ঢালাইয়ের কাজ শেষে ১২ জন শ্রমিক ঝিনাইদহের হামদহ ফিরছিলেন। পথে মদনডাঙ্গায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে করিমনকে ধাক্কা দেয়। এসময় করিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যায়। পরে, পেছনে থাকা অন্য একটি পণ্যবোঝাই ট্রাক তাদের পিষ্ট করে চলে যায়। এসময় ঘটনাস্থলেই ৬ জন নিহত হন।
Comments