ওমানে ‘হোম’ ম্যাচ খেলার প্রস্তাবে বাফুফের ‘না’
কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে তিনটি হোম ম্যাচ বাকি আছে বাংলাদেশের। করোনাভাইরাসের কারণে ম্যাচগুলো একটি নির্দিষ্ট ভেন্যুতে তাদের মাটিতে খেলার প্রস্তাব দিয়েছিল ওমান। কিন্তু তাতে সায় দেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তারা জানিয়েছে, হোম ম্যাচগুলো নিজেদের মাটিতেই খেলতে আগ্রহী বাংলাদেশ।
বৈশ্বিক মহামারির কারণে গত বছরের মার্চ থেকে স্থগিত রয়েছে যৌথ বাছাইপর্ব। এক বছরের বিরতির পর আগামী মার্চে ফের খেলা মাঠে গড়ানোর সূচি রয়েছে। ‘ই’ গ্রুপে থাকা বাংলাদেশের তখন বাকি থাকা তিনটি হোম ম্যাচ খেলবে ভারত, আফগানিস্তান ও ওমানের বিপক্ষে। যদিও কোনোকিছুই এখনও চূড়ান্ত নয়। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই গত ডিসেম্বরে ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতারের মাটিতে অ্যাওয়ে ম্যাচ খেলে বাংলাদেশ।
ফিফার উইন্ডোতে আগামী মার্চের ২৪, ২৭ ও ৩০ তারিখে হোম ম্যাচগুলো ওমানে খেলার প্রস্তাব বাফুফেকে দেওয়া হয়েছিল কয়েক দিন আগে। তবে বুধবার এক সভা শেষে বাফুফের সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানিয়েছেন তা ফিরিয়ে দেওয়ার কথা, ‘আজকে মূলত আমাদের আলোচনা ছিল, (যৌথ বাছাইপর্বের) বাকি তিনটি ম্যাচ নিয়ে। একটি ফেডারেশনের (ওমানের) কাছ থেকে প্রস্তাব এসেছিল, সেখানে গিয়ে বাকি ম্যাচগুলো তাদের ভেন্যুতে খেলার জন্য। বাকি দেশগুলো হয়তোবা তাদেরকে ইতোমধ্যে সম্মতিও জানিয়েছে।’
‘আমরা ফিফার সূচিতে অন্য কারও হোম ভেন্যু দেখিনি। একমাত্র বাংলাদেশই হোম ভেন্যু ঘোষণা করে রেখেছে সিলেটে। আমরা তাদের প্রস্তাবের জন্য ধন্যবাদ জানিয়েছি। আর সূচি অনুসারে, আমাদের (হোম) ম্যাচগুলো আমরা নিজেদের মাঠে খেলতেই আগ্রহী। এখন ফিফা বা এএফসি যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, সেটা ভিন্ন বিষয়।… বর্তমান পরিস্থিতিতে আমরা ম্যাচগুলো হোম ভেন্যুতে খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।’
কাতারের বিপক্ষে ৫-০ গোলে হারের পর সেখান থেকে সোজা ইংল্যান্ডে উড়ে গিয়েছিলেন বাংলাদেশের কোচ জেমি ডে। প্রায় এক মাসের বেশি সময় পর তিনি ঢাকায় ফিরছেন বলেও জানিয়েছেন নাবিল, ‘কোচ জেমি ডে আগামীকাল (বৃহস্পতিবার) আসছেন। (কাজ শুরুর আগে) সরকারের নিয়ম অনুযায়ী, তিনি ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। অন্যান্য স্বাস্থ্যবিধিও তখন তিনি মেনে চলবেন।’
Comments