ম্যাথিউসকে নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দল
হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠেছেন অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাকে অন্তর্ভুক্ত করেই নিজেদের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
বুধবার ঘোষিত ২২ সদস্যের স্কোয়াডে আরও ফিরেছেন নুয়ান প্রদীপ, রোশেন সিলভা আর লাকশান সান্দাকান। ডাক পেয়েছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা রমেশ মেন্ডিস। চোটের কারণে বাদ পড়েছেন সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে থাকা ধনাঞ্জয়া ডি সিলভা ও কাসুন রাজিথা। জায়গা পাননি সান্থুশ গুনাথিলাকে আর দিলশান মাদুশাঙ্কাও।
শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ম্যাথিউস সবশেষ টেস্ট খেলেছিলেন গত বছরের জানুয়ারিতে। হারেরেতে তাদের প্রতিপক্ষ ছিল স্বাগতিক জিম্বাবুয়ে। এরপর গত ডিসেম্বরে লঙ্কানরা দক্ষিণ আফ্রিকা সফরে গেলেও তিনি যেতে পারেননি চোটের কারণে।
আগামীকাল বৃহস্পতিবার শুরু হবে দুদলের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২২ জানুয়ারি। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে গলে, দর্শকবিহীন মাঠে। লাল বলের এই সিরিজটি আয়োজিত হওয়ার কথা ছিল গত বছরের মার্চে। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ায় লঙ্কাদ্বীপ থেকে তড়িঘড়ি করে দেশে ফিরে যায় ইংলিশরা।
ইংল্যান্ড সিরিজের শ্রীলঙ্কা টেস্ট দল:
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুসল পেরেরা, দিনেশ চান্দিমাল, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ওশাদা ফার্নান্দো, নিরোশান ডিকভেলা, মিনোদ ভানুকা, লাহিরু থিরিমান্নে, লাসিথ এম্বুলদেনিয়া, ভানিদু হাসারাঙ্গা, দিলরুয়ান পেরেরা, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, দুশমন্থ চামিরা, দাসুন শানাকা, আসিথা ফার্নান্দো, রোশেন সিলভা, লাকশান সান্দাকান, নুয়ান প্রদীপ ও রমেশ মেন্ডিস।
Comments