এক টেস্ট খেলেই ছিটকে গেলেন পুকোভস্কি

Will Pucovski
ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ক্রিকেটে আসতে না আসতেই চোট সঙ্গী হয়েছে অস্ট্রেলিয়ার তরুণ উইল পুকোভস্কির। স্কোয়াডে ডাক পেয়েও চোটে বাদ পড়েছিলেন। তৃতীয় টেস্টে গিয়ে হয় অভিষেক, তাতে বেশ সম্ভাবনা দেখিয়েছিলেন। কিন্তু শেষ টেস্টে চোটের কারণে আবারও নেই তিনি।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানায় ফিটনেস পরীক্ষায় উৎরাতে না পারায় ব্রিসবেনে চতুর্থ ও শেষ টেস্ট খেলা হচ্ছে  না ২২ বছরের তরুণের। তার বদলে ডেভিড ওয়ার্নারের সঙ্গী হবেন মার্কাস হ্যারিস।

গতকাল গ্যাবায় ইনডোরে হালকা অনুশীলন করলেও বাকিটা সময় বাইরে ছিলেন পুকোভস্কি। অনুশীলন শেষে অধিনায়ক টিম পেইন নিশ্চিত করতেন তার না থাকার খবর, ‘সে আজ অনুশীলনের চেষ্টা করেছে, কিন্তু পারেনি।’

‘মেডিকেল দলের সঙ্গে সে কাজ করবে। অবশ্যই সে এই টেস্ট মিস করছে। তার বদলে মার্কাস হ্যারিস খেলবে।’ 

সিডনি টেস্টের শেষ দিনে রান বাঁচাতে ডাইভ দিতে গিয়ে কাঁধে চোট পান পুকোভস্কি। স্ক্যান করার পর জানা যায় এই চোট সারতে তার লেগে যাবে কয়েকদিন। 

শেষ টেস্টের অস্ট্রেলিয়া দলে ওই একটাই বদল। ৯ টেস্ট খেলা বাঁহাতি হ্যারিস ভারতের সর্বশেষ সফরে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন। সিডনিতে তার ৭৯ রানের একটি ইনিংস আছে।

শুক্রবার ব্রিসবেনের বিখ্যাত গ্যাবায় শুরু হবে শেষ টেস্ট। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ১-১ সমতা নিয়ে শেষ টেস্টে নামবে ভারত-অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, মারনাস লাবুশানে, স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ন্যাথান লায়ন, জস হ্যাজেলউড।

Comments

The Daily Star  | English

BB buys $313m more from 22 banks

The cut-off rate was Tk 121.5 per US dollar

33m ago