বড়পুকুরিয়া কয়লা কেলেঙ্কারি: জামিনে মুক্ত ৬ সাবেক এমডিসহ ২২ অভিযুক্ত

কয়লা কেলেঙ্কারি মামলায় কারাবন্দি বড়পুকুরিয়া কয়লা খনি কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ছয় জন সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ ২২ কর্মকর্তা জামিনে মুক্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় তারা দিনাজপুর জেলা কারাগার থেকে বের হন।
বড়পুকুরিয়া কয়লা খনি। ছবি: কংকন কর্মকার

কয়লা কেলেঙ্কারি মামলায় কারাবন্দি বড়পুকুরিয়া কয়লা খনি কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ছয় জন সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ ২২ কর্মকর্তা জামিনে মুক্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় তারা দিনাজপুর জেলা কারাগার থেকে বের হন।

জেলার ফরিদুর রহমান রুবেল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল দিনাজপুরের জেলা ও দায়রা বিশেষ জজ আদালতের বিচারক মাহমুদুল করিম তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

বিকেলে আসামিপক্ষের আইনজীবী নুরুজ্জামান জাহানী হাইকোর্ট বিভাগের নথি উপস্থাপন করলে আদালত তাদের জামিন দেন। সন্ধ্যায় জামিন সংক্রান্ত নথি কারাগারে পৌঁছে। সন্ধ্যার পরে করামুক্তির বিধান না থাকায় ২২ কর্মকর্তাকে রাতে কারাগারেই থাকতে হয়।

আরও পড়ুন

বড়পুকুরিয়া কয়লা কেলেঙ্কারি: ৬ সাবেক এমডিসহ ২২ অভিযুক্ত কারাগারে

Comments