তামিমদের বিপক্ষে হাসান মাহমুদের ঝলক
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নামার আগে প্রথম প্রস্তুতি ম্যাচে আলো কেড়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ। তার তোপে তামিম ইকবাল একাদশ মাত্র ১৬১ রানে অলআউট হয়ে গেছে।
বিকেএসপিতে বৃহস্পতিবার ৪০ ওভারের ম্যাচে তামিম একাদশ ব্যাট করতে পারে ৩৭.২ ওভার। তাতে তামিমদের ১৬১ রানে গুটিয়ে দিতে মাত্র ২১ রানে ৪ উইকেট নেন মাহমুদউল্লাহ একাদশের ডানহাতি পেসার হাসান।
শীতের সকালে টস জিতে তামিমদের ব্যাট করতে দিয়েছিল মাহমুদউল্লাহর দল। কিন্তু শুরুতেই বিপর্যয়ে পড়ে তামিমের দল। পঞ্চম ওভারেই মাত্র ২ রান করে আউট হয়ে যান ছন্দে থাকা ওপেনার লিটন দাস।
আল-আমিন হোসেনের বলে শরিফুল ইসলামের হাতে ধরা পড়েন তিনি। অধিনায়ক তামিমের সঙ্গে মিলে প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টায় করেন নাজমুল হোসেন শান্ত। দলের রান পঞ্চাশে গিয়ে ফের বিপর্যয়। এবার হাসান এসে স্লিপে ইয়াসির আলির ক্যাচ বানান তামিমকে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক করেন ৪৩ বলে ২৮ রান।
শান্তও টেকেননি বেশিক্ষণ। ৩৫ বলে ২৭ করে তিনিও শিকার হাসানের পেসের। চারে নামা মোহাম্মদ মিঠুনকে ফেরান মেহেদী হাসান মিরাজ। দলের বিপর্যয়ে অনেকটা সময় নিয়ে খেলছিলেন পাঁচে নামা সৌম্য সরকার। উইকেটে থিতু হয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। শরিফুল ইসলামের আউট হওয়ার আগে ৪৩ বলে ২৪ করেন এই বাঁহাতি।
সৌম্যের সঙ্গে জুটি পাওয়া আফিফ হোসেনই ছিলেন সাবলীল। তার ব্যাটেই মূলত দেড়শো পেরুতে পারে তামিম একাদশ। আগ্রাসী মেজাজে খেলে ৩ ছক্কায় ৩২ বলে সর্বোচ্চ ৩৫ রান করেছেন বাঁহাতি আফিফ।
এরপর আর বেশি দূর এগোয়নি তামিমদের ইনিংস। হাসান মাহমুদ এসে মুড়ে দেন লেজ।
Comments