বেনাপোল বন্দর: ভারতীয় ট্রাক থেকে অবৈধ ওষুধ ও ফেনসিডিল জব্দ

ভারত থেকে আমদানিকৃত একটি পণ্যবাহী ট্রাক থেকে অবৈধ ভারতীয় ওষুধ ও ফেনসিডিল জব্দ করেছে বেনাপোল শুল্ক কর্তৃপক্ষ। বেনাপোল স্থলবন্দরের টিটিআই টার্মিনাল থেকে গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় ফেনসিডিল ও বিভিন্ন প্রকার ওষুধের চালানটি আটক করা হয়।
ফাইল ফটো

ভারত থেকে আমদানিকৃত একটি পণ্যবাহী ট্রাক থেকে অবৈধ ভারতীয় ওষুধ ও ফেনসিডিল জব্দ করেছে বেনাপোল শুল্ক কর্তৃপক্ষ। বেনাপোল স্থলবন্দরের টিটিআই টার্মিনাল থেকে গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় ফেনসিডিল ও বিভিন্ন প্রকার ওষুধের চালানটি আটক করা হয়।

কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক পালিয়ে গেলেও ফেনসিডিল ও ওষুধসহ ডব্লিউ-এ- ৬৬০৩ নম্বরের ট্রাকটি আটক করা হয়েছে।

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘ভারত থেকে আমদানিকৃত একটি পণ্যবাহী ট্রাক অবৈধ ওষুধ ও ফেনসিডিল নিয়ে বেনাপোল স্থলবন্দরের টিটিআই টার্মিনালে অবস্থান করছে— এমন সংবাদ পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়।’

ওষুধ ও ফেনসিডিলের মূল্য পাঁচ লাখ টাকা হতে পারে বলে উল্লেখ করে তিনি জানিয়েছেন, এ ঘটনায় একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

Comments

The Daily Star  | English
Bangladeshi-Americans eager to help build new Bangladesh

July uprising and some thoughts of Bangladeshi-Americans

NRBs gathered in New Jersey showed eagerness to assist in the journey of the new Bangladesh forward.

10h ago