ফাইনালে মেসিকে পাবেন কিনা জানেন না কোমান

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে চোটের কারণে খেলতে পারেননি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
messi injury
ছবি: বার্সেলোনা ওয়েবসাইট

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে চোটের কারণে খেলতে পারেননি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বার্সেলোনার অধিনায়ককে প্রতিযোগিতার ফাইনালে দেখা যাবে কিনা সে প্রশ্নের জবাবে আশার বাণী শোনাতে পারেননি দলটির কোচ রোনাল্ড কোমান।

বুধবার রাতে কর্দোবায় প্রথম সেমিতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে কষ্টার্জিত জয় পায় কাতালান ক্লাবটি। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়েও ১-১ ব্যবধানে সমতা থাকায় লড়াই গড়ায় টাইব্রেকারে। জার্মান গোলরক্ষক মার্কে-আন্ড্রে টের স্টেগেনের বীরত্বে সোসিয়েদাদকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা নির্ধারণী মঞ্চে জায়গা করে নেয় বার্সা। আর গ্যালারিতে বসে সতীর্থদের ঘাম ছুটে যাওয়া দেখতে হয় রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে।

ম্যাচ শেষে অবধারিতভাবেই ডাচ কোচ কোমানের কাছে ছুটে যায় প্রশ্ন, ফাইনালের আগে কি সুস্থ হয়ে উঠবেন বার্সেলোনার প্রাণভোমরা? জবাবে তিনি বলেছেন, ‘আমি আশাবাদী। যদিও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আমাদেরকে অপেক্ষা করতে হবে।’

গত শনিবার রাতে লা লিগায় গ্রানাদার বিপক্ষে জোড়া গোল করেন ৩৩ বছর বয়সী মেসি। কিন্তু সেদিন তাকে পুরো ম্যাচ খেলাননি বার্সা কোচ কোমান। ৬৫তম মিনিটের সময় তাকে উঠিয়ে নেওয়া হয় মাঠ থেকে। পরে জানা যায়, তার হালকা চোট রয়েছে।

সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের আগের দিন অনুশীলনে দেখা যায় মেসিকে। তাতে ভক্ত-সমর্থকরা আশ্বস্ত হন। কিন্তু তাদের স্বস্তি টেকেনি। ম্যাচের দিন সকালের অনুশীলন সেশনে অংশ নেওয়া থেকে বিরত থাকেন ক্ষুদে জাদুকর। পুরো ফিট না থাকায় পরে তাকে স্কোয়াডেও রাখেননি কোমান। তাই দর্শকসারিতে বসে সময় পার করতে হয় তাকে।

আগামী রবিবার অনুষ্ঠিত হবে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল। ১৪তম শিরোপার খোঁজে থাকা বার্সেলোনা সেখানে রিয়াল মাদ্রিদ কিংবা অ্যাথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে। এই দুটি দল বৃহস্পতিবার পরস্পরকে মোকাবিলা করবে। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago