ভারত থেকে ভ্যাকসিনের প্রথম চালান আসবে ২৫-২৬ জানুয়ারি: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভারতের সেরাম ইনস্টিটিউট (এসআইআই) উত্পাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা করোনা ভ্যাকসিনের প্রথম চালান আগামী ২৫ বা ২৬ জানুয়ারি দেশে আসবে।
আজ বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে তার কার্যালয়ে আসন্ন টিকাদান কর্মসূচির বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটির বৈঠক শেষে এ কথা বলেন।
এসময় সরকারের বেসরকারি প্রতিষ্ঠানকে করোনা ভ্যাকসিন আমদানি ও বিতরণের অনুমতি দেওয়ার কথা আছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘বেক্সিমকো আমাদের জানিয়েছে, আগামী ২৫ বা ২৬ জানুয়ারি ভারত থেকে ভ্যাকসিনের প্রথম চালান দেশে আসবে। আমরা সেগুলো পরিবহণের জন্য ব্যবস্থা নিচ্ছি। প্রতিটি জেলায় সাত লাখ ও উপজেলায় দুই লাখেরও বেশি ভ্যাকসিনের ডোজ সংরক্ষণ করা যাবে।’
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে টিকা কার্যক্রম চালাতে সরকার সারাদেশে প্রায় ৪২ হাজার স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ দিয়েছে বলেও জানান তিনি।
টিকার জন্য আগামী ২৬ জানুয়ারি থেকে অনলাইন অ্যাপের মাধ্যমে নিবন্ধন শুরু হবে।
বেসরকারি প্রতিষ্ঠানের ভ্যাকসিন আমদানি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এজন্য সরকার একটি মূল্য নির্ধারণ করে কোথায় ভ্যাকসিন সরবরাহ করা হবে তা জানিয়ে দেবে।’
Comments