স্বাধীনতার ৫০ বছরেও ভোটাধিকার নিয়ে আন্দোলন করতে হচ্ছে: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টার ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৫০ বছর আগে আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। দুঃখজনক হলেও সত্য, আমরা সেটা পাইনি।

‘স্বাধীনতার ৫০ বছরেও আমাদের ভোটের অধিকার নিয়ে আন্দোলন করতে হচ্ছে। এখনও আমরা ভোট দিতে পারি না, আমাদের ভোট চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে’, বলেন তিনি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর শহরের রামনগর মোড়ে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই আমাদের আন্দোলন। এই আন্দোলন হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামী ১৬ জানুয়ারি দিনাজপুর পৌরসভার নির্বাচনে সব বাধা-বিপত্তি উপেক্ষা করে আপনারা কেন্দ্রে গিয়ে ভোট দেবেন।’

ফখরুল বলেন, ‘সারাবিশ্বে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, কিন্তু বাংলাদেশে এখনও ভ্যাকসিন আসেনি। ভারত থেকে ভ্যাকসিন আসার পর নাকি দেওয়া শুরু হবে। ভারতে যে ভ্যাকসিন ২.৪০ ডলারে দেওয়া হচ্ছে, সেই ভ্যাকসিন বাংলাদেশে নাকি ৪ ডলারে দেওয়া হবে।’

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনার মধ্যেও সরকার চুরিতে ব্যস্ত।’

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, দিনাজপুর পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে দিনাজপুর রেলস্টেশনের সামনে এবং বীরগঞ্জে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব।

Comments

The Daily Star  | English

No Iranian missiles hit US base in Qatar, US official tells Reuters

Iran vowed to defend itself a day after the US dropped bombs onto the mountain above Iran's Fordow nuclear site

1d ago