ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প, ৭ জনের মৃত্যু
ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপে ছয় দশমিক দুই মাত্রা ভূমিকম্পে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। ভেঙে পড়েছে অনেক বাড়ি-ঘর। আজ শুক্রবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সুলাবেসি দ্বীপের ম্যাজেন শহরের ছয় কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ১০ কিলোমিটার গভীরে। প্রায় সাত সেকেন্ড স্থায়ী হয় ভূমিকম্প। শক্তিশালী ভূমিকম্প হলেও সুনামির কোনো আশঙ্কা নেই।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী, ম্যাজেন শহরে চার জনের মৃত্যু হয়েছে এবং ৬৩৭ জন আহত হয়েছেন। পাশেই মামুজু এলাকায় তিন জন মারা গেছেন। আহত হয়েছেন অনেকে। স্থানীয় সময় রাত ১টার দিকে ভূমিকম্পের পরে অনেক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
মামুজুভিত্তিক একটি সংবাদমাধ্যমের সাংবাদিক সুদিরমান সামুয়েল রয়টার্সকে বলেন, ভূমিকম্পে কিছু ভবন সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুটি হোটেল, গভর্নরের কার্যালয় এবং একটি মল রয়েছে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তিনটি ভূমিধসের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
এর আগে ২০১৮ সালে ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্প ও সুনামিতে সুলাবেসিতে হাজারো মানুষের মৃত্যু হয়েছিল।
Comments