ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪, সুনামির শঙ্কা
ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ। আজ শুক্রবার ভোররাতে ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মামুজু শহরে অন্তত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সুলাবেসি দ্বীপের পশ্চিমাংশে আট জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, ভবন ধসে যাওয়ায় অনেকে আটকা পড়েছেন।
মামুজু দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান আলী রহমান জানিয়েছেন, ‘মৃতের সংখ্যা বাড়তে পারে।’
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভূমিকম্পে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক জায়গায় উদ্ধার কাজ বন্ধ রাখতে হয়েছে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, আফটার শকের কারণে সুনামি হতে পারে। ক্ষতিগ্রস্ত ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
Comments