অপহরণের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় অপহরণের তিন দিন পর সাত বছরের শিশু সানজিদা আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্টার অনলাইন গ্রাফিক্স

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় অপহরণের তিন দিন পর সাত বছরের শিশু সানজিদা আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে ভুক্তভোগীর বাড়ির জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ।

নিহত সানজিদার বাবা শাহজাহান আকন্দের উদ্ধৃতি দিয়ে ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘গত মঙ্গলবার দুপুরে বাড়ির উঠান থেকে সানজিদাকে অপহরণ করা হয়।’

‘একটি চিরকুটে লিখে যাওয়া নাম্বারে তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। কিন্তু, ওই নাম্বারটি বন্ধ পাওয়া যায়। বুধবার অপহরণকারীরা ফোন দিয়ে তাদের বিকাশ নাম্বারে ২০ হাজার টাকা পাঠাতে বলে। এ ব্যাপারে বুধবার তারাকান্দা থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং আজ সকালে জঙ্গলে মরদেহ পাওয়া গেল,’ বলেন তিনি।

ওসি শাহ কামাল আকন্দ আরও বলেন, ‘নাম্বার ট্র্যাকিং করে অপহরণকারীদের শনাক্তে চেষ্টা করছে পুলিশ।’

শিগগির অপরাধীদের গ্রেপ্তার করা হবে বলে আশা প্রকাশ করেন ওসি।

তিনি জানান, মরদেহ উদ্ধারের করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি এবং পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

Comments

The Daily Star  | English
bd govt logo

Army given magistracy power for 60 days

The government has decided to give magistracy power to the commissioned officers of the Bangladesh Army.

28m ago