পাটগ্রামে বিএসএফের গুলিতে যুবক নিহত
লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর স্থানীয় কমান্ডার।
নিহত আবুল কালাম আজাদ (২৯) পাটগ্রামের সীমান্তবর্তী ঝালঙ্গী গ্রামের জয়নুল আবেদনের ছেলে।
৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝালঙ্গী ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার জালাল সর্দার জানান, ভারত থেকে গরু আনতে গিয়ে এ ঘটনা ঘটেছে। বিএসএফকে পত্র দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে।
বিজিবি সূত্র জানায়, ভোর সাড়ে ৫টার দিকে আবুল কালাম আজাদসহ ৬-৭ জনের একটি দল সীমান্ত দিয়ে ভারতীয় গরু নিয়ে আসার সময় ভারতের কোচবিহার জেলার ডোরাডাবরী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। আবুল কালাম আজাদ গলা ও মাথায় গুলিবিদ্ধ হন। তার সঙ্গীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
Comments