অত্যন্ত সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে: আবদুল কাদের মির্জা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা। শুরু থেকে তিনি পৌরসভা নির্বাচন নিয়ে নানা আশঙ্কার কথা বলে আসছিলেন।
আজ শনিবার সকালে এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি দ্য ডেইলি স্টারকে এ কথা বলেন। সকাল ৮টায় তিনি বড় রাজাপুর উদয়ন ক্রিকেট একাডেমি কেন্দ্রে ভোট দেন। আবদুল কাদের মির্জা বলেন, ‘অত্যন্ত সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার শপথ নিয়েছিলাম আমি। সে জন্য মাঠে আছি।’
বিএনপি প্রার্থী কামাল উদ্দিন চৌধুরীও নির্বাচনি পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। ৯ নম্বর মওদুদ আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে তিনি সাংবাদিকদের বলেন, ‘সম্প্রীতির নির্বাচন হচ্ছে। আমি বিজয়ের বিষয়ে শতভাগ আশাবাদী।’
বসুরহাট পৌর এলাকায় মোট ভোটার ২১ হাজার ১১৫ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৬২১ এবং মহিলা ১০ হাজার ৪৯৪ জন।
Comments