জাল ভোট দেওয়ার চেষ্টায় একজনের ৭ দিনের কারাদণ্ড
বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টা করায় আবু সাঈদ (৩৮) নামে একজনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যজিস্ট্রেট।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর ডিজে উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পুলিশ তাকে আটক করে। সূত্র জানায়, সকালে মাস্ক পরে সাঈদ ভোট দিতে আসেন। সন্দেহজনক আচরণের দেখে কেন্দ্রের এজেন্টরা দায়িত্বরত পুলিশ সদস্যদের জানায়। এরপর পুলিশ তাকে আটক করে।
আবু সাঈদ শেরপুর উপজেলার গারুদা এলাকার বাসিন্দা। নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আটকের পরে আবু সাঈদ নামে ওই ব্যক্তি স্বীকার করেছেন, তিনি বিধান চন্দ্র নামে জাল ভোট দিতে এসেছিলেন। তাকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।’
Comments