শীর্ষ খবর

দাগনভূঞা পৌর নির্বাচন: ককটেল বিস্ফোরণে আনসার সদস্যসহ আহত ৫

ফেনীর দাগনভূঞা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণে অন্তত পাঁচ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার থেকে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্টার অনলাইন গ্রাফিক্স

ফেনীর দাগনভূঞা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণে অন্তত পাঁচ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার থেকে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে আনসার সদস্য মো. আরিফ হোসেন, সিন্দুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন সুজন, কাউন্সিলর প্রার্থী জিয়াউল হকের সমর্থক ওমর ফারুক, মো. তারেক ও মাঈন উদ্দিন আহত হয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গত রাত থেকেই এই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। রাত থেকেই দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. গোলাম কিবরিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বাইরে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও কেন্দ্রে ভেতরে ভোটগ্রহণ চলমান রয়েছে।’

দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) পার্থ প্রতীম দেব বলেন, ‘সকাল থেকে কেন্দ্রের আশেপাশে বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশের পাশাপাশি বিজিবি ও র‍্যাব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।’

দাগনভূঞা পৌরসভা নির্বাচনে মেয়র পদে চার জন ও পাঁচটি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। একক প্রার্থী থাকায় বিনা ভোটে সাধারণ ওয়ার্ডের চার জন ও সংরক্ষিত ওয়াডে তিন জন নির্বাচিত হয়েছেন।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

7h ago