'রোনালদোর চেয়ে লুকাকু বেশি কার্যকরী'

হাইভোল্টেজ ম্যাচে আগামীকাল রোববার ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামছে জুভেন্টাস। ম্যাচটি যেমন মর্যাদার, তেমনি শিরোপা লড়াইয়ের টিকে থাকার জন্যও গুরুত্বপূর্ণ। দুই দলের তারকা খেলোয়াড়দের নিয়েও আলোচনার শেষ নেই। তবে হালের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়ে রোমেলু লুকাকুকে বেশি কার্যকরী খেলোয়াড় মনে করেন ইন্টার ও জুভেন্টাস দুই দলেই খেলা সাবেক তারকা রোবার্তো বনিনসেগনা।
ছবি: সংগৃহীত

হাইভোল্টেজ ম্যাচে আগামীকাল রোববার ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামছে জুভেন্টাস। ম্যাচটি যেমন মর্যাদার, তেমনি শিরোপা লড়াইয়ের টিকে থাকার জন্যও গুরুত্বপূর্ণ। দুই দলের তারকা খেলোয়াড়দের নিয়েও আলোচনার শেষ নেই। তবে হালের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়ে রোমেলু লুকাকুকে বেশি কার্যকরী খেলোয়াড় মনে করেন ইন্টার ও জুভেন্টাস দুই দলেই খেলা সাবেক তারকা রোবার্তো বনিনসেগনা।

আগামী ফেব্রুয়ারিতে বয়সটা ৩৬ হলেও অসাধারণ ছন্দে খেলে যাচ্ছেন রোনালদো। জুভেন্টাসে যোগ দেওয়ার পর অল্প সময়ের মধ্যেই ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা নিজের করে নিয়েছেন। সামনে থেকেই দলটির নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইন্টারে যোগ দেওয়ার পর থেকে দারুণ বদলে গেছেন লুকাকু। বনে গেছেন দলটি প্রাণ-ভোমরা। তাই হাইভোল্টেজ সে ম্যাচে এ দুই তারকার দ্বৈরথও দেখেছেন অনেকে।

তবে রোনালদোর চেয়ে লুকাকুকে এগিয়ে রেখে তুত্তো জুভকে দেওয়া এক সাক্ষাৎকারে তিন মৌসুমে জুভেন্টাসে খেলা বনিনসেগনা বলেছেন, 'একমাত্র ইন্টার খেলোয়াড় যে ফিওরেন্তিনার রক্ষণে সবকিছু কঠিন করেছিল সে হচ্ছে রোমেলু লুকাকু, সে (সেরা ছন্দে) ফিরে এসেছে। দারুণ এক জুটি, লুকাকু ও ক্রিস্তিয়ানো রোনালদো। আমি মনে করি লুকাকু আরও বেশি কার্যকরী খেলোয়াড়। এটা অনস্বীকার্য। ক্রিস্তিয়ানো রোনালদো দুর্দান্ত খেলোয়াড় ছিলেন, তবে আমার মনে হয় তার অনেকটা হ্রাস পেয়েছে।'

তবে এ ইতালিয়ান যাই বলেন না কেন, বাস্তবতা তার পক্ষে কথা বলে না। সাম্প্রতিক পরিসংখ্যানে লুকাকুর চেয়ে এগিয়ে আছেন রোনালদো। এ মৌসুমে ১৩ ম্যাচে খেলে ১৫টি গোল দিয়েছেন এ পর্তুগিজ তারকা। যা এখন পর্যন্ত সিরি আয় সর্বোচ্চ। তবে খুব বেশি পিছিয়ে নেই লুকাকু। ১২টি গোল দিয়ে গত মৌসুমের গোল্ডেন বুট জয়ী চিরো ইম্মোবেলের সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। কিন্তু এরজন্য তাকে খেলতে হয়েছে ১৬টি ম্যাচ।

Comments

The Daily Star  | English

Bangabandhu-1 satellite: Another white elephant

The Bangabandhu-1 satellite, one of the marquee projects of the Awami League government, has turned into a financial black hole, costing the state coffer upwards of Tk 1,500 crore.

4h ago