আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকার এজেন্টকে ১ বছরের কারাদণ্ড
বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকা প্রতীকের এজেন্ট শাহাদাত হোসেনকে (৩০) এক বছরের কারাদণ্ড দিয়েছেন সংক্ষিপ্ত বিচারিক আদালত।
আজ শনিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিষ্কৃতি হাগিদকের আদালত দুটি পৃথক অভিযোগে তাকে এ সাজা দেন।
সংক্ষিপ্ত বিচারিক আদালতের বেঞ্চ সহকারী বিপুল রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুরে গোপন বুথে প্রবেশ করে ভোটারকে নৌকা প্রতীকে ভোটদানে বাধ্য করায় তাকে এ শাস্তি দেন সংক্ষিপ্ত বিচারিক আদালত।
সারিয়াকান্দি উপজেলা যুবলীগের সভাপতি আইয়ুব আলী জানান, কারাদণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর এজেন্ট হিসেবে কাজ করছিলেন। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্মআহ্বায়ক।
Comments