খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

dead body
প্রতীকী ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

খুলনার রূপসায় মহিদুল মোল্লা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে রূপসার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মহিদুল আনন্দনগরের ছহির উদ্দিন মোল্লার ছেলে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন ডেইলি স্টারকে বলেন, পূর্ব শত্রুতার জেরে মহিদুলকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

ওসি আরও জানান, শনিবার মহিদুল মোল্লা বিরোধপূর্ণ জমি পরিস্কার-পরিচ্ছন্ন করতে গেলে প্রতিপক্ষরা তাকে বাধা দেয়। এসময় তর্ক-বিতর্কের এক পর্যায়ে কুড়াল দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর জখম হয় মহিদুল।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

Comments