ভোট কেন্দ্রের অদূরে কাউন্সিলর প্রার্থী রান্না করছিলেন ২৫০০ জনের ভোজ
কুষ্টিয়ায় একটি ভোট কেন্দ্রের মাঠের এক পাশেই এক কাউন্সিলর প্রার্থীর আয়োজন করেছিলেন ২৫০০ মানুষের জন্য মাংস, পোলাও। যেখানে এই এলাহি কারবার চলছিল তার অদূরেই পৗরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বারখাদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র।
সূত্রে জানা যায়, সকাল থেকে ওই কেন্দ্রের ভোটারদের মধ্যে কৌশলে খাবার বিতরণ চলছিল। দূরের কেন্দ্রগুলোতে ভ্যানে করে পাঠানো হচ্ছিল খাবারের প্যাকেট। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ৩টার দিকে হানা দেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় প্রায় ১০ ডেকচি খাবার যা দিয়ে কমপক্ষে আরও দেড় হাজার মানুষকে খাওয়ানো যেত।
এই কাণ্ডটি ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা কাউন্সিলর পদপ্রার্থী রবিউল ইসলাম রবির। আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের মধ্যে তেল বিতরণ করায় গত ১০ জানুয়ারি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। আর আজ ভ্রাম্যমাণ আদালতের অভিযানের আগেই প্রায় হাজার খানেক খাবারের প্যাকেট বিতরণ করেন তিনি।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী জানান, জব্দ করা খাবার এতিমখানার শিশুদের মধ্যে বিতরণ করা হয়েছে।
এ ব্যাপারে রবিউলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বলেন, এ ব্যাপারে কথা বলার সময় নেই। পরে আবার বলেন, রান্না হচ্ছিল এজেন্ট ও কর্মীদের জন্য, ভোটারদের জন্য নয়।
Comments