বসুরহাটে কাদের মির্জা নির্বাচিত

নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা মেয়র নির্বাচিত হয়েছেন।
আবদুল কাদের মির্জা। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা মেয়র নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে নির্বাচনের রির্টানিং অফিসার ও নোয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে আবদুল কাদের মির্জা পেয়েছেন ১০ হাজার ৭৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশারফ হোসেন (মোবাইল প্রতীক) পেয়েছেন ১ হাজার ৪৫১ ভোট এবং বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী পেয়েছেন ১ হাজার ৭৩৮ ভোট।

নির্বচানের বিজয়ী হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবদুল কাদের মির্জা বলেন, এ বিজয় গণতন্ত্রের বিজয়, এ বিজয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিজয়।

তিনি এই বিজয়কে দলের নেতা-কর্মীদের উৎসর্গ করে বলেন, নির্বাচনের আগে পৌরবাসীকে দেওয়া সকল উন্নয়নের প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়নে তিনি কাজ করবেন।

আরও পড়ুন:

Comments

The Daily Star  | English

DMCH doctors threaten strike after assault on colleague

A doctor at Dhaka Medical College Hospital (DMCH) was allegedly assaulted yesterday after the death of a private university student there, with some of his peers accusing the physicians of neglecting their duty in his treatment

6h ago