গাইবান্ধায় নির্বাচনী সহিংসতায় ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ-র্যাবসহ আহত ৩
গাইবান্ধা পৌর নির্বাচনে সহিংসতায় দুটি গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ ও দুই র্যাব সদস্য।
জানা যায়, গাইবান্ধা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুর্ব কোমরনই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পরিবহনে বাধা দেওয়ার চেষ্টা করে স্বতন্ত্র প্রার্থী সমর্থকরা। ভোট গণনা না করেই ব্যালট বাক্স নির্বাচন কমিশন অফিসে নিয়ে যাওয়া হচ্ছে এমন গুজব ছড়িয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী আনোয়ার-উল-সরওয়ারের সমর্থকরা ভোট কেন্দ্রে এই সহিংসতা ঘটায়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভোট গণনার পর ব্যালট ও নির্বাচনী সরঞ্জাম নিয়ে কর্মকর্তারা নির্বাচন অফিসের দিকে যাচ্ছিল। ওই মুহূর্তে কেন্দ্র এলাকার লোকজন নির্বাচন কর্মকর্তা ও পুলিশের ওপর হামলা চালায়।’
এ সময় পুলিশ আত্মরক্ষায় ৪০ থেকে ৫০ রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে বলে জানান তিনি।
তিনি আরও জানান, নির্বাচনি সরঞ্জাম নিরাপদ স্থানে পাঠানো হলেও, সন্ধ্যা ৭টার দিকে সংঘর্ষ শুরু হয়। রাত ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে এক পুলিশ সদস্য ও দুই র্যাব সদস্য আহত হন বলে ওসি জানান।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার-উল-সরওয়ারের (রেল ইঞ্জিন প্রতীক) সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে, তার ফোন বন্ধ পাওয়া যায়।
Comments