বাংলাদেশ সরকার প্রস্তুত বললেই, আমরা ভ্যাকসিন সরবরাহ করব: ভারতীয় হাইকমিশনার

বিক্রম কুমার দোরাইস্বামী। ফাইল ছবি

বাংলাদেশে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ ভারতের কাছ থেকে খুব দ্রুত করোনা ভ্যাকসিন পেয়ে যাবে। আজ ভারতে টিকাদান কার্যক্রম শুরুর বিষয়টি উল্লেখ করে তিনি এ কথা বলেন।

আজ শনিবার ঢাকার জাতীয় জাদুঘরে ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ভারতের হাইকমিশনার।

এ সময় সাংবাদিকদের তিনি বলেন, 'প্রথমে বাংলাদেশের সরকারকে টিকাদান কার্যক্রমের ব্যবস্থাপনা ঠিক করতে হবে। সরকার যখন জানাবে যে সবকিছু প্রস্তুত আছে, তখনই আমরা ভ্যাকসিন সরবরাহ করব।'

তিনি বলেন, 'ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন আনার প্রক্রিয়া চলছে।'

দোরাইস্বামী বলেন, 'সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে। প্রতিবেশীদেরকে আমরা অগ্রাধিকার দেব। আর, বাংলাদেশ তাদের মধ্যে সবার আগে।'

তবে, বাংলাদেশে কবে ভ্যাকসিন আসবে তার সঠিক তারিখ তিনি জানাতে পারেননি।

Comments

The Daily Star  | English

CA approves draft Anti-Terrorism Ordinance

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

8m ago