ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৫৬
ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। আজ রোববার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
উদ্ধারকর্মীরা ধসে পড়া ভবনগুলোর ভেতরে এখনো জীবিত মানুষের সন্ধান করছেন। গত শুক্রবার ভোররাতে ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্পে ৮২০ জনের বেশি মানুষ আহত হন। বাস্তুচ্যুত হয়েছেন কমপক্ষে ১৫ হাজার মানুষ।
এখন পর্যন্ত কত জনকে উদ্ধার করা হয়েছে সে হিসাব কর্তৃপক্ষ জানায়নি। বাস্তুচ্যুত মানুষের খাদ্য ও গরম পোশাকের সংকট দেখা দিয়েছে।
আতঙ্কে আশ্রয়কেন্দ্রে আসা অনেকেই তাদের বাড়িতে ফিরে যেতে পারছেন না। মামুজু শহরের বাসিন্দা আবদুল ওহাব বলেন, ‘ভূমিকম্পের পরে সুনামির আশঙ্কা দেখা দিয়েছে। স্ত্রী ও চার সন্তানকে নিয়ে তাবুবে বাস করছি। আরও খারাপ কিছু ঘটার চেয়ে তাবুতে থাকাই ভালো। আশা করি, সরকার শিগগির আমাদের খাবার ও ওষুধ সহায়তা দেবে।’
পুনর্বাসন কর্মীদের মতে, আহত এবং বাস্তুচ্যুত মানুষের সামাজিক দূরত্ব নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
Comments