মেসি খেলছে কি-না তাতে কিছু যায় আসে না: উইলিয়ামস
রাতেই সুপারকোপার ফাইনালে মাঠে নামছে বার্সেলোনা ও অ্যাথলেতিক বিলবাও। চলতি মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলতে মরিয়া দুটি দলই। তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচে বার্সা অধিনায়ক লিওনেল মেসিকে পাওয়া নিয়ে রয়েছে বড় শঙ্কা। তবে এ নিয়ে কিছুই ভাবছে না প্রতিপক্ষ দলটি। মেসি খেলুক কিংবা না খেলুক তাতে তাদের কিছুই আসে যায় না বলে জানিয়েছেন দলটির স্প্যানিশ ফরোয়ার্ড ইনাকি উইলিয়ামস।
বর্তমান সময়ের অন্যতম সময়ের অন্যতম সেরা খেলোয়াড় মেসি। তার উপর স্প্যানিশ সুপারকোপার সবচেয়ে সফল খেলোয়াড়ও তিনি। এ আসরে সর্বোচ্চ ১৪টি গোল দেওয়ার রেকর্ড তার। এমন খেলোয়াড় প্রতিপক্ষ শিবিরে না থাকা নিঃসন্দেহে যে কোনো দলের জন্য স্বস্তির। কিন্তু এসব নিয়ে ভাবছেন না উইলিয়ামস। মেসি ছাড়াও বার্সেলোনা বিশ্বমানের দল বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে মেসি প্রসঙ্গ আসতেই উইলিয়ামস বলেন। 'আমরা আমাদের সমর্থকদের গর্ব করার মতো অনুভূতি দিতে চাই। মেসি খেলবে কি খেলবে না তাতে আমাদের কিছু যায় আসে না। কারণ বার্সেলোনা বিশ্বের সেরা একটি দল। আমরা চেষ্টা করব আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের সর্বোচ্চ কঠিন একটি ম্যাচ উপহার দিতে। যদি তারা আমাদের হারায় তাহলে সেটা কাজ করেই নিশ্চিত করতে হবে।'
এর আগে ২০১৫ সালে বার্সেলোনার বিপক্ষে সুপারকোপার ফাইনালে খেলেছিল বিলবাও। সেবার ন্যু ক্যাম্পে ১-১ গোল ড্র করার পর নিজেদের মাঠে মেসি-সুয়ারেজদের উড়িয়েই দিয়েছিল দলটি। ৪-০ গোলের বিশাল জয়ে শিরোপা জিতেছিল উইলিয়ামসের দল। তবে সে ম্যাচে খেলতে পারেননি উইলিয়ামস। ইনজুরির কারণে সাইড বেঞ্চে ছিলেন। তবে এ ম্যাচে তিনিই দলটির প্রাণভোমরা।
আবারও তেমন একটি ঐতিহাসিক মুহূর্তের স্বপ্ন দেখছেন উইলিয়ামস, 'এটা ঐতিহাসিক একটি কীর্তি হতে পারে কারণ আমরা এরমধ্যেই রিয়াল মাদ্রিদকে বিদায় করে দিয়েছি। ২০১৫ সালে দুই লেগের ম্যাচে আমাদের কেউ গোনায় ধরেনি এবং আমরা তাদের বিপক্ষে চারটি গোল দিয়েছিলাম। আমাদের প্রচুর রোমাঞ্চ নিয়ে যেতে হবে। আমাদের হারানো খুবই কঠিন হবে।'
Comments