ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি চেয়েছে গ্লোব বায়োটেক
বাংলাদেশের প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল শুরু করার অনুমতি চেয়ে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) কাছে আবেদন করেছে ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের গবেষকরা।
গ্লোব বায়োটেকের ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’ মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের জন্য ট্রায়াল সংক্রান্ত বিস্তারিত প্রস্তাবও জমা দিয়েছেন তারা।
প্রস্তাব জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিএসএমএমইউ-এর হেপাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মামুন আল মাহতাব, আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন এবং গবেষণা সংস্থার কর্মকর্তারা।
গবেষকরা প্রথম এবং দ্বিতীয় ধাপের ক্লিনিকাল ট্রায়াল চালানোর প্রস্তাব দিয়েছেন।
গত ৬ জানুয়ারি ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির অনুমতি পেয়েছে গ্লোব বায়োটেক।
আরও পড়ুন: ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ভ্যাকসিন উৎপাদনের অনুমোদন পেল গ্লোব বায়োটেক
Comments