নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগে মামলা
নোয়াখালীর হাতিয়ায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার পর বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। গত ১ জানুয়ারি রাতে উপজেলার চানন্দী ইউনিয়নের আদর্শ গ্রামে এই ঘটনা ঘটে।
নির্যাতনের ভিডিও রোববার সামাজিক ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনাটি আলোচনায় আসে। এ ঘটনায় নির্যাতনের শিকার নারী বাদী হয়ে পাঁচ জনের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি নোয়াখালী জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ২ এ মামলা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়ার মোল্লা গ্রামের জিয়া বাহিনীর প্রধান জিহাদ (৩০) ওই গৃহবধূকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিচ্ছিল। সাড়া না পেয়ে গত ১ জানুয়ারি ওই নারীকে চরিত্রহীন অপবাদ দিয়ে চার সহযোগীকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় জিহাদ। ওই নারীর চিৎকারে লোকজন জড়ো হলে সবার সামনেই তাকে পিটিয়ে জখম করা হয়। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে স্থানীয় ফাঁড়ির পুলিশ সদস্যরা ওই নারীকে উদ্ধার করে। পরে তার স্বামী তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। দুই দিন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়ে ৪ জানুয়ারি হাতিয়ায় থানায় মামলা করতে গেলে পুলিশ তাকে আদালতে মামলা করতে বলে।
হাতিয়ার মোরশেদ বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. আবুল হাসান মিয়া, জানান ৯৯৯ এ কল পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাধা অবস্থায় ওই নারীকে উদ্ধার করে তার স্বামীর জিম্মায় দেয়। তখন তিনি মারধর বা ধর্ষণ চেষ্টার কথা পুলিশকে বলেনি। পরে শুনেছি তিনি আদালতে মামলা করেছেন।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, ধর্ষণ চেষ্টার বিষয়টি তদন্তাধীন। ওই নারী মামলা করতে থানায় আসেনি।
নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, আদালতের নির্দেশে পুলিশ ঘটনাটি তদন্ত করছে। আমি রোববার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তাধীন বিষয়ে বেশি কিছু বলা ঠিক হবে না। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে। জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
Comments