নাফ নদীতে বিজিবি-মাদক চোরাচালানি গুলি বিনিময়, ৫ লাখ ইয়াবা উদ্ধার
টেকনাফে নাফ নদীতে রোববার ভোররাতে মাদক পাচারকারী ও বিজিবির মধ্য গুলিবিনিময়ের পর ৫ লাখ ২০ হাজার ইয়াবার বড় একটি চালান জব্দ করা হয়েছে। এ সময় একটি কাঠের নৌকা, দেশীয় বন্দুক, দুইটি কার্তুজ ও ধারালো অস্ত্রও জব্দ করা হয়।
আজ টেকনাফের দমদমিয়া বিওপি সদস্যরা নাফ নদীর শাখা ওমরখালে অভিযান চালিয়ে এসব ইয়াবা ও অস্ত্র উদ্ধার করে। তবে কোনো মাদক পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান আজ দুপুরে সংবাদ সম্মেলনে বলেন, ভোররাতে ওমরখাল দিয়ে ইয়াবার বড় চালান আসবে এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা ওই এলাকায় টহল দিতে থাকে। এ সময় তিন-চার জনকে একটি নৌকা নিয়ে বাংলাদেশের জলসীমার দিকে আসতে দেখা যায়। নৌকাটি বাংলাদেশ সীমানার এক কিলোমিটার ভেতরে ঢোকার পর তাদের থামতে বলা হয়। তারা না থেমে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা গুলি চালালে পাচারকারীরা গুলিবিদ্ধ হয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে। অনেক খুঁজেও তাদের পাওয়া যায়নি। পরে ওই নৌকা তল্লাশী করে পাঁচটি প্লাস্টিকের বস্তায় পাঁচ লাখ ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ কোটি ৬০লাখ টাকা। এ বিষয়ে মামলা দায়ের করা হবে।
Comments