ময়মনসিংহে স্কুলশিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নবম শ্রেণির স্কুল শিক্ষার্থীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
রবিবার দুপুরে শিক্ষার্থীর মা প্রতিবেশী ইসমাইল মিয়ার বিরুদ্ধে থানায় অপহরণ ও ধর্ষণের মামলা করেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার মেয়েটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ইসমাইল। এরপর নিজবাড়িতে আটকে রেখে ধর্ষণ করে। ঘটনা ধামাচাপা দিতে সালিশে মীমাংসার চেষ্টা চালায়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আজ মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। অপহরণ ও ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Comments