নায়িকা রোজিনা পরিচালিত প্রথম সিনেমায় নিরব-স্পর্শিয়া
খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা প্রথমবারের মতো সিনেমা পরিচালনা করছেন। সরকারি অনুদানের রোজিনা পরিচালিত সিনেমার নাম ‘ফিরে দেখা’।
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হতে যাওয়া এ সিনেমাতে অভিনয় করবেন অর্চিতা স্পর্শিয়া। সিনেমাতে নাসিমা চরিত্রে দেখা যাবে তাকে। তার সঙ্গে থাকবেন অভিনেতা নিরব।
সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করবেন রোজিনা। রোজিনার বিপরীতে থাকবেন ইলিয়াস কাঞ্চন। এর আগে তারা দুজন বংশধর, নসীব, রতন মালা, নিকাহ, সম্মানসহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন।
দ্য ডেইলি স্টার অনলাইনকে নিরব বলেন, ‘রোজিনা ম্যাডামের মতো বড় মাপের একজন অভিনেত্রী পরিচালিত প্রথম ছবিতে অভিনয় করছি। এটা আমার জন্য সত্যি বড় পাওয়া। তার ভাইয়ের চরিত্রে অভিনয় করব। ছবিতে আমার বিপরীত নায়িকা হিসেবে প্রথম অভিনয় করছে স্পর্শিয়া। আশা করছি ভালো কিছু হবে।’
‘ফিরে দেখা’ সরকারি অনুদানের সিনেমা। আগামী ১ মার্চ থেকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রামে শুটিং শুরু হবে। এই গ্রামেরই একটি পরিবার ও অভিনেত্রী রোজিনার ব্যক্তিগত স্মৃতিময় ঘটনা নিয়ে গড়ে উঠেছে ‘ফিরে দেখা’ সিনেমার গল্প।
এতে আরও অভিনয় করবেন বড়দা মিঠু, মারুফসহ অনেকেই।
Comments