গোপালগঞ্জে ট্রলার ডুবে ১ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ১

গোপালগঞ্জের সদর উপজেলার তালা গ্রামের মধুমতি নদীর বালুরঘাট এলাকায় ট্রলার ডুবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আছেন আরও একজন।

গোপালগঞ্জের সদর উপজেলার তালা গ্রামের মধুমতি নদীর বালুরঘাট এলাকায় ট্রলার ডুবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আছেন আরও একজন।

নিহত রিপন চৌকিদার (২২) ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল গণির ছেলে। নিখোঁজ বিল্লাল পাটোয়ারী (২৮) একই গ্রামের শাহজাহান পাটোয়ারীর ছেলে।

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বিপ্লব কুমার দাস বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আজ সকাল ৯টা থেকে ঘটনাস্থলে খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তল্লাশি অভিযান শুরু করে। দুপুর আড়াইটার দিকে ট্রলারের নিচে থেকে ডুবুরিরা ১ শ্রমিকের মরদেহ উদ্ধার করে। অপর শ্রমিক নিখোঁজ আছেন। ডুবুরি দল বিকেল সাড়ে ৪টার দিকে তাদের উদ্ধার অভিযান স্থগিত করে।

ট্রলার ডুবির ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিক রুহুল আমীন (৪৫) জানান, মধুমতি নদীর তালা বালু ঘাট থেকে বালু ভর্তির পর ট্রলারটি গতকাল জোয়ারের সময় ঘাটে নোঙর করা হয়। রাতে তারা তিন জন ট্রলারের মধ্যে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে ভাটার টানে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। পরে তিনি সাঁতরে পাড়ে ওঠেন। কিন্তু রিপন ও বিল্লাল নিখোঁজ হন।

Comments

The Daily Star  | English
Indian Padma Vibhushan industrialist Ratan Tata dies at 86

Ratan Tata passes away

India’s top industrialist and Tata Sons Chairman Emeritus Ratan Tata died in a hospital in Mumbai last night, the company said.

4h ago