চট্টগ্রামে গণপিটুনিতে ডাকাত নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে গণপিটুনিতে এক অভিযুক্ত ডাকাত নিহত ও আরও একজন আহত হয়েছেন। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহত ও আহত ডাকাতের পরিচয় জানা যায়নি।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে সীতাকুণ্ডের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম বলেন, ‘আজ ভোররাতে এক দল ডাকাত সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের দুইটি বাড়িতে গিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে। লুট করে সেই এলাকা ছেড়ে যাওয়ার সময় চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা ডাকাত দলকে ধাওয়া করে এবং দুই ডাকাতকে ধরে ফেলে। পরে ওই দুই ডাকাতকে গণপিটুনি দিলে তারা গুরুতর আহত হয়। পরে ডাকাত দল আহত একজনকে নিয়ে যেতে পারলেও অপরজন রয়ে যায়।’
‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অপর ডাকাতকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে’, বলেন পুলিশের এই কর্মকর্তা।
স্থানীয়রা জানান, প্রায়ই নদীপথে সেখানে ডাকাতরা প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান বলেও জানিয়েছে পুলিশ।
Comments