ভারত উপহার হিসেবেও কিছু ডোজ ভ্যাকসিন বাংলাদেশকে দেবে: স্বাস্থ্যমন্ত্রী

ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে হওয়া চুক্তির বাইরেও অতিরিক্ত কিছু ডোজ ভ্যাকসিন ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবে বাংলাদেশ পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ সোমবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভারত সরকারের পক্ষ থেকে উপহার হিসেবেও আমরা অতিরিক্ত কিছু ডোজ ভ্যাকসিন পাব। কী পরিমাণ পাব, তা এখনো ঠিক হয়নি। বেক্সিমকোর মাধ্যমে সেরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন আসার আগেই উপহার হিসেবে পাওয়া ভ্যাকসিন দেশে এসে পৌঁছাতে পারে।’
চুক্তি অনুযায়ী সেরাম থেকে তিন কোটি ডোজ ভ্যাকসিনের প্রথম চালান আগামী ২৫ বা ২৬ জানুয়ারি দেশে এসে পৌঁছাবে বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।
পাশাপাশি ফাইজার-বায়োএনটেকের আট লাখ ডোজ ভ্যাকসিন পেতে সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছে প্রয়োজনীয় নথি জমা দিয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘ভ্যাকসিন সংরক্ষণের জন্য আমাদের প্রয়োজনীয় স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে। পাশাপাশি ইউনিসেফের মাধ্যমে আমরা অতিরিক্ত ক্যাপাসিটির ব্যবস্থাও করছি।’
আরও পড়ুন:
ঢাকায় হবে ৩৩০ টিকাদান কেন্দ্র
ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি চেয়েছে গ্লোব বায়োটেক
বাংলাদেশ সরকার প্রস্তুত বললেই, আমরা ভ্যাকসিন সরবরাহ করব: ভারতীয় হাইকমিশনার
মহড়া ও অ্যান্টিবডি পরীক্ষা ছাড়াই ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা
ভারত থেকে ভ্যাকসিনের প্রথম চালান আসবে ২৫-২৬ জানুয়ারি: স্বাস্থ্যমন্ত্রী
Comments