নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পড়ে পোশাকশ্রমিক নিখোঁজ

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী পারাপারের সময় ট্রলার থেকে পড়ে সাদ্দাম হোসেন (২৫) নামে এক পোশাকশ্রমিক নিখোঁজ হয়েছেন। আজ সোমবার সকাল ১০টায় শহরের হাজীগঞ্জ-নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় ওই ঘটনা ঘটে। নিখোঁজ হওয়া ওই শ্রমিককে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী পারাপারের সময় ট্রলার থেকে পড়ে সাদ্দাম হোসেন (২৫) নামে এক পোশাকশ্রমিক নিখোঁজ হয়েছেন। আজ সোমবার সকাল ১০টায় শহরের হাজীগঞ্জ-নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় ওই ঘটনা ঘটে। নিখোঁজ হওয়া ওই শ্রমিককে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

তাৎক্ষণিক ওই শ্রমিকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘একজন গার্মেন্টস শ্রমিক শীতলক্ষ্যা নদী পারাপারের সময় পড়ে গিয়েছেন। তাকে উদ্ধারে ডুবুরিরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তিকে পাওয়া যাবে, ততক্ষণ উদ্ধারকাজ চলবে।’

সাদ্দামের সহকর্মীদের বরাত দিয়ে ফায়ারম্যান আলাউদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হাজীগঞ্জ এলাকায় গার্মেন্টসে যাওয়ার জন্য নবীগঞ্জ খেয়াঘাট থেকে সহকর্মীদের সঙ্গে ট্রলারে করে নদী পার হচ্ছিলেন সাদ্দাম। হাজীগঞ্জ ঘাটে পৌঁছানোর আগে ট্রলার ঘুরাতে গেলে সাদ্দাম পড়ে যান। তারপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, ট্রলারের পাখার সঙ্গে আঘাত পেয়ে তিনি পানিতে তলিয়ে গেছেন। আমরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছি।’

Comments

The Daily Star  | English

Police see dead man running

Amin Uddin Mollah is dead and buried for two years and 10 months.

4h ago