সবচেয়ে কম জনপ্রিয়তা নিয়ে হোয়াইট হাউস ছাড়ছেন মেলানিয়া ট্রাম্প

Melania Trump
ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছাবি: সংগৃহীত

সবচেয়ে কম জনপ্রিয়তা নিয়ে হোয়াইট হাউস ছাড়ছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

গতকাল রোববার সংবাদমাধ্যম সিএনএন’র জরিপে এ তথ্য উঠে এসেছে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, জরিপে অংশগ্রহণকারীদের ৪২ শতাংশ মেলানিয়ার পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং ৪৭ শতাংশ অবস্থান নিয়েছিলেন তার বিপক্ষে। বাকিরা ফাস্ট লেডি সম্পর্কে কিছু বলতে রাজি হননি।

তবে তিনি জনপ্রিয়তার দিক থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। জরিপে দেখা গেছে ট্রাম্পের জনপ্রিয়তা ৩৩ শতাংশের কাছাকাছি।

জরিপ মতে, রিপাবলিকান দলে মেলানিয়ার জনপ্রিয়তা প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের চেয়ে বেশি।

রিপাবলিকান দলে মেলানিয়ার জনপ্রিয়তা ৮৪ শতাংশ। সেখানে ট্রাম্প ও পেন্সের জনপ্রিয়তা যথাক্রমে ৭৯ ও ৭২ শতাংশ।

গত ৯ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত পরিচালিত এই জরিপে অংশ নিয়েছিলেন এক হাজার তিন জন।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, সিএনএন জরিপ অনুযায়ী মেলানিয়ার সবচেয়ে বেশি জনপ্রিয়তা ছিল ২০১৮ সালের মে মাসে। সে সময় তিনি ট্রাম্পকে ছাড়াই সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে আলোচনায় এসেছিলেন।

সিএনএন জরিপ মতে, মেলানিয়া তার পূর্বসূরী ফার্স্ট লেডিদের তুলনায় অনেক কম জনপ্রিয়তা নিয়ে হোয়াইট হাউস ছাড়ছেন।

২০১৭ সালের জানুয়ারির সংবাদমাধ্যমটির জরিপে দেখা গেছে, হোয়াইট হাউস ছাড়ার সময় সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার জনপ্রিয়তা ছিল ৬৯ শতাংশ।

তার আগে, সাবেক ফার্স্ট লেডি লরা বুশও ইতিবাচক জনপ্রিয়তা নিয়ে হোয়াইট হাউস ছেড়েছিলেন। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সেসময় ৩৫ শতাংশ জনপ্রিয়তা পেলেও লরা বুশ পেয়েছিলেন ৬৭ শতাংশ জনপ্রিয়তা।

এরও আগে, সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনও বর্তমান ফার্স্ট লেডির চেয়ে বেশি জনপ্রিয়তা নিয়ে হোয়াইট হাউস ছেড়েছিলেন। সেসময় হিলারির জনপ্রিয়তা ছিল ৫৬ শতাংশ, যা মেলানিয়ার চেয়ে ১৪ শতাংশ বেশি।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

11h ago