তিন নম্বরে সাকিব নয়, খেলবেন শান্ত
তিন নম্বরে সাকিব আল হাসানের রেকর্ড অসাধারণ। গত বিশ্বকাপে তিনে নেমে তিনি রীতিমতো চোখ ধাঁধানো নৈপুণ্য দেখিয়েছিলেন। তবে এক বছরের নিষেধাজ্ঞার লম্বা বিরতি বদলে দিল হিসেব নিকেশ। এই সময়ে তিন নম্বরে খেলার দাবিটা জোরালো করে ফেলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো স্পষ্ট জানিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনে দেখা যাবে শান্তকে। বাকি ব্যাটিং অর্ডার নিয়েও পরিস্কার ধারণা দিলেন তিনি।
বাংলাদেশের ইতিহাসে পরিসংখ্যানে সব বিচারে তিন নম্বরে সবচেয়ে সফল সাকিব। ২৩ ম্যাচে এই পজিশনে ৫৮.৮৫ গড়ে ১১৭৭ রান করেছেন তিনি। ৮৮.৭৬ স্ট্রাইকরেটে ১১ ফিফটি আর দুই সেঞ্চুরিও আছে তার। বিশ্বকাপেই ৮ ম্যাচে তিনে নেমে ৬০৬ রান করেন তিনি।
আরও পড়ুন- ফের পরীক্ষা নিরীক্ষায় সৌম্যের ব্যাটিং পজিশন
তবে বিশ্বকাপের পর থেকেই আর কোন ওয়ানডে খেলেননি সাকিব। জুয়াড়ির তথ্য গোপন করে এই সময়ে এক বছরের নিষেধাজ্ঞায় ছিলেন শীর্ষ অলরাউন্ডার। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর বল হাতে জুতসই পারফর্ম করলেও ব্যাট হাতে আছেন বেশ জড়সড়।
অন্য দিকে এই সময়ে ঘরোয়া টুর্নামেন্টগুলোতে টপ অর্ডারে দারুণ আত্মবিশ্বাসী দেখা যাচ্ছে শান্তকে। আগ্রাসী ব্যাটিংয়ে নিজের খেলা অন্যমাত্রায় নিয়ে যাওয়ার আভাস মিলছে তার ব্যাটে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিনে সুযোগ পান তিনি। দুই ইনিংসে খুব একটা রান পাননি। টেস্টে একই পজিশনে গত তিন ইনিংসে রান পেয়েছেন তিনি।
প্রস্তুতিমূলক প্রেসিডেন্ট'স কাপে ভালো করার পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ৮ ম্যাচে করেন ৩০১ রান। অন্যদিকে ওই আসরে সাকিব ৯ ম্যাচে করেন ১১০ রান। বিকেএসপি দুই প্রস্তুতি ম্যাচেও তিন নম্বরে রান পান শান্ত। এক দলের হয়ে তিনে সাকিব করেন ৩ ও ৮২ বলে ৫২। শান্ত প্রথমে ম্যাচে ২৭ করলেও পরের ম্যাচে ৫১ বলে করেন ৬২। তখন থেকেই কিছুটা আভাস মিলছিল।
সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কোচ পরিষ্কার জানিয়ে দেন তিনে খেলছেন শান্ত, স্পষ্ট করেন দেন ব্যাটিং অর্ডারও, ‘খেলোয়াড়দের সঙ্গে আমার এরমধ্যে আলাপ হয়েছে। তারা জানে তাদের ভূমিকা কি। আমরা যদিও এখনো চূড়ান্ত একাদশ জানাইনি। কিন্তু তারা জানে আজ তাদের ব্যাটিং পজিশন কি।’
‘অবশ্যই শান্ত দুর্দান্ত ছন্দে আছে। সাকিব ফেরাটাও দারুণ। বিশ্বকাপে সে তিন নম্বরে অবিশ্বাস্য ছিল। এই মুহূর্তে বলতে পারি অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে চার, পাঁচ ও ছয়ে সাকিব, মুশফিক ও রিয়াদ খেলবে। এটা মিডল অর্ডারকে পরিণত ও অভিজ্ঞতা দেবে। উপমহাদেশে খেলতে গেলে আমরা জানি মিডল অর্ডার খুব গুরুত্বপূর্ণ।’
সাকিব তিনে এত সফল তবু কেন এই পজিশনে শান্তকে সুযোগ দেওয়া হচ্ছে এই ব্যাখ্যাও দেন ডমিঙ্গো, ‘আমি মনে করি তরুণ খেলোয়াড় হিসেবে শান্ত দারুণ টাচে আছে। জিম্বাবুয়ের বিপক্ষে গত সিরিজে সে খেলেছে। আমাদের তরুণ ক্রিকেটার গড়ে তুলতে হবে। উপমহাদেশে সেরা তিন হচ্ছে তরুণ খেলোয়াড় গড়ে তুলার আদর্শ জায়গা।’
‘সাকিব অনেক দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলে না। কাজেই চার নম্বর পজিশনে খেলেলে সে একটু নিঃশ্বাস ফেলতে পারবে। আমরা জানি সে বিশ্বমানের খেলোয়াড়। বিশ্বকাপের এখনো অনেক সময় বাকি। তার আগে আমাদের অনেকগুলো বিকল্প দেখা দরকার।’
২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামবে বাংলাদেশ।
Comments