হাতীবান্ধায় ট্রাক চাপায় ২ পুলিশ সদস্য নিহত

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের খানের বাজার এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হন মোটরসাইকেল আরোহী দুই পুলিশ। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় পাথরবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আজ সোমবার বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের খানের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এরশাদুল আলম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, নিহত দুই পুলিশ সদস্য মোটরসাইকেলে হাতীবান্ধা উপজেলার বড়খাতা থেকে হাতীবান্ধা থানায় ফিরছিলেন। খানের বাজার এলাকায় পৌঁছলে বুড়িমারী স্থলবন্দর থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাককে অতিক্রম করার সময় তারা মোটরসাইকেলসহ ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ওসি এরশাদুল আলম আরও জানান, নিহত দুই পুলিশ সদস্য হাতীবান্ধা থানায় পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

নিহতরা হলেন- হাতীবান্ধা থানার ডিএসবি শাখার এস আই আব্দুল মতিন ও কনস্টেবল মুজিবুল আলম হাজী।

পুলিশ জানিয়েছে, নিহত এস আই আব্দুল মতিনের বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও কনস্টেবল মুজিবুল আলমের বাড়ি রংপুরের গঙ্গাচড়া।

 

Comments

The Daily Star  | English

Clash between CU students, locals: Section 144 imposed in Hathazari

Section 144 will remain in effect from 3:00pm today until 3:00pm tomorrow

22m ago